ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে রেলওয়ের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলওয়ের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলওয়ে কর্তৃপক্ষ দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ডবল ট্রেন লাইন সংস্কার কাজে ২নং রেলগেইট থেকে গলাচিপা মোড় পযন্ত ২ শতাধিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রেলওয়ের ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ডিভশনাল এস্টেট অফিসার মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা বা দোকান কোনোটাই ছাড় দেয়া হবে না।

রেলওয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, এখানে ডাবল লাইন প্রকল্পের মালামাল আসবে। যার কারণে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেল লাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে সকল স্থাপনাই অবৈধ।

নারায়ণগঞ্জ,রেলওয়ে কর্তৃপক্ষ,অবৈধ স্থাপনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত